মন্তব্য কলাম
"" প্রসঙ্গ: গোপালগঞ্জের ঘটনা"" পত্রিকা পর্যালোচনা খবর প্রতিক্রিয়া
, ২৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৯ জুলাই, ২০২৫ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মন্তব্য কলাম
মিডিয়ার ধারা পরিবর্তন হয়নি। ওবায়দুল কাদের, বিপু, আসাদুজ্জামান কামাল, গাজী এদের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সম্পর্কে এখন সব পত্রিকায় বিশেষ প্রতিবেদন প্রকাশ পাচ্ছে।
এমনকি জনকণ্ঠের মত পত্রিকায় যেভাবে আওয়ামী লীগ ও এর নেতা মন্ত্রীদের সম্পর্কে তুলোধুনা করা হচ্ছে।
তাতে আরো একবার প্রমাণিত হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম সব সময় কিংস পার্টি করে।
গোপালগঞ্জে যারা নিহত হয়েছে অথবা আহত হয়েছে তাদের আহাজারি সম্পর্কে অধিকাংশ পত্রিকা, টিভি চ্যানেল তথা গণমাধ্যমে ফোকাস করা হয়নি।
নিহতদের আর্থিক সহায়তা
আহতদের চিকিৎসা তথা খেটে খাওয়া মানুষের জীবিকা বন্ধের কষ্ট
এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে
কোনো পত্রিকাই ট্রিট করেনি।
কেবল ‘থমথমে পরিবেশ’, ‘সুনসান নীরবতা’, ‘কারফিউ চলছে’, ‘গ্রেফতার’।
এই গৎবাধা বৃত্তের মধ্যেই পত্রিকাগুলোর রিপোর্ট হয়েছে।
নেটিজেনরা এনসিপিকে আখ্যা দিয়েছে- কিংস পার্টি। আর পত্রিকা, টিভি চ্যানেল তথা গণমাধ্যম কিংসপার্টির মুখপত্র হিসেবেই কাজ করেছে।
কিংস পার্টি সভাপতি নাহিদের বক্তব্যকে প্রতিটি পত্রিকা স্পেশাল ট্রিট দিয়েছে।
নাহিদের বক্তব্যে কয়েকটি দিক উদঘাটিত হয়।
(ক)
দর্শনগতভাবে মুজিববাদ মিটিয়ে দেয়া।
‘মুজিববাদ’ আমাদের প্রধান শত্রু -নাহিদ ইসলাম
The Financial Express
Jul 17, 2025 21:23
মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে -নাহিদ
রাজবাড়ী নিউজ
‘মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে’
বৈশাখী টিভি
মুজিববাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে -নাহিদ
যমুনা টিভি ১৭ জুলাই ২০২৫
* এর জবাবে অভিজ্ঞমহল বলেছেন, মুজিববাদের দর্শনগত চেতনার মূলে রয়েছে ভাষানী, সোহরাওয়ার্দী, আবুল হাশিম ইত্যাদি ব্যক্তিবর্গের রাজনৈতিক মতাদর্শ।
সেক্ষেত্রে মুজিববাদের এসব রাজনৈতিক গুরুদের সম্পর্কে কিন্তু নাহিদ বা এনসিপির সমালোচনা নেই। কান টানলে যদি মাথা আসে তাহলে মুজিববাদের সমালোচনা করতে হলে এদের সমালোচনা করাও বৈষম্য বিরোধী কাজ হবে।
* অপরদিকে উইকিপিডিয়ায় বলা হয়েছে- মুজিববাদ হলো বাংলাদেশের ১ম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের চর্চিত ও প্রচারিত রাজনৈতিক দর্শন, চিন্তাধারা ও মূল্যবোধের সমষ্টি। [ক] শেখ মুজিবের রাজনৈতিক দর্শনের মূল চারনীতি হলো- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হলে মুজিববাদের চার মূলনীতি, বাংলাদেশ রাষ্ট্রপরিচালনার চার মূলনীতি হিসেবে গৃহীত হয়।
প্রসঙ্গত সংবিধানের এই চার মূলনীতি বাদ দিতে ইসলামপন্থী দল ছাড়া বিএনপি সহ বাকি কোনো রাজনৈতিক দলই রাজী নয়।
সেক্ষেত্রে মুজিববাদ বাদ দিতে গোপালগঞ্জে গিয়ে নয় বরং ঢাকা থেকেই এনসিপির সংগ্রাম করা উচিত ছিলো।
(খ)
ভৌগলিকভাবে গোপালগঞ্জ থেকে মুজিববাদ চিরতরে মুক্ত করা।
গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ মুক্ত করতে মার্চ করা হবে -নাহিদ ইসলাম
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, সমকাল
আবারও গোপালগঞ্জে লং মার্চ করবো -নাহিদ ইসলাম
১৭ জুলাই, ২০২৫, সময়ের আলো
বাংলাদেশের এক ইঞ্চি মাটিও মুজিববাদীদের হবে না -নাহিদ ইসলাম
১৭ জুলাই ২০২৫, দেশ রূপান্তর
গোপালগঞ্জকে ‘মুজিববাদমুক্ত’ করার ঘোষণা নাহিদ ইসলামের
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ইত্তেফাক
গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করবো -নাহিদ ইসলাম
১৭ জুলাই ২০২৫, ঢাকা পোস্ট
গোপালগঞ্জের মানুষকে আমরা মুজিববাদ থেকে মুক্ত করবো -নাহিদ
১৭ জুলাই ২০২৫, দি বিজনেজ এস্টাট
গোপালগঞ্জকে মুজিববাদ থেকে মুক্ত করার ডাক নাহিদ ইসলামের
যমুনা টিভি জুলাই ১৭, ২০২৫
চিরতরে মুজিববাদ থেকে মুক্ত হবে গোপালগঞ্জ -নাহিদ ইসলাম
আরটিভি নিউজ, জুলাই ১৭, ২০২৫
ঐতিহ্যগতভাবে গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাটি, এটা সবারই জানা। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এটা কোনো অপরাধ না।
গোপালগঞ্জেও আওয়ামী লীগের ভালো-শক্ত অবস্থান আছে। মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ওই টোটাল বেল্টে আওয়ামী লীগ একটা ঘাঁটি।
পাশাপাশি উল্লেখ্য “গোপালগঞ্জ মানেই পুরো বাংলাদেশ না। ৫ আগস্ট কিংবা জুলাই মাসে সারাদেশে যে আন্দোলন হয়েছে, তা গোপালগঞ্জে হয়নি। গোপালগঞ্জ ছিলো একপ্রকার বিচ্ছিন্ন। ”
উদাহরণত আরো বলা যায়, “এরশাদ পতনের সময় সারাদেশে পরিবর্তন এলেও রংপুরে জাতীয় পার্টি ৩৫টি আসনে জয়ী হয়েছিলো, সেই ঐতিহ্য এখনও যায়নি। এখনো রংপুরে এরশাদ তথা জাতীয় পার্টির মজবুত দুর্গ বিদ্যমান।
অপরদিকে আওয়ামী দুঃশাসনে অধিকতর এবং কঠিনতম নির্যাতন, নিপীড়ন আর বঞ্চনাতেও বগুড়ার মানুষকে জিয়াবাদ থেকে আলাদা করা যায়নি। এবং সহজাত কারণে এখনো করা যাবে না বলেই রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্বাস।
এ বাস্তবতা মেনে নেয়ার মত এনসিপির অভিজ্ঞতা কম বলেই রাজনীতিবিদদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ অভিযোগ করেছেন, এনসিপির অপরিপক্বতার কারণেই এমন ঘটনা ঘটেছে।
মানবকন্ঠ, ১৭ জুলাই ২০২৫, ১৮:১৭
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের রাজনীতির ময়দানে আরো অভিজ্ঞতা সঞ্চয়ের পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে,
যাদের এখনো রেজিস্ট্রেশন নেই,
তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে,
সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ দেখলো জাতির যারা গণ-অভ্যুত্থানের অগ্রসেনানী তাদের ওপর পতিত ফ্যাসিবাদী শক্তি হামলে পড়েছে।
সুতরাং বাবারা রাজনীতির ময়দানে আরো অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা পরামর্শ সব সময় দিচ্ছিলাম, আজকেও দিচ্ছি, নসিহত করছি।
কালের কণ্ঠ ১৭ জুলাই ২০২৫, ২২:০৩
পাশাপাশি বিএনপি বলেছে, দেশের রাজনৈতিক দলগুলো সর্তকতার সঙ্গে তাদের কর্মসূচি নির্ধারণ করবে, না হলে গণতন্ত্র বিরোধী শক্তিকে সুযোগ করে দেওয়া হবে বলে মনে করছে বিএনপি।
ডেইলি স্টার ১৭ জুলাই ২০২৫
(গ)
গোপালগঞ্জবাসীকে যেভাবেই হোক জুলাই অভ্যুত্থানের চেতনায় দীক্ষিত করার নামে এনসিপির মতাদর্শে উজ্জীবিত হতে বাধ্য করার পায়তারার অভিযোগ করেছে নেটিজেনরা
এনসিপি ফের গোপালগঞ্জ যাবে, প্রতিটি ঘরে গণঅভ্যুত্থানের পতাকা উড়বে -নাহিদ ইসলাম
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, সমকাল
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি) আয়োজিত আলোচনায় প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মির্জা গালিব বলে, ১৯৭১ সালের চেতনার ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদী ধারায় প্রবেশ করেছে, তেমনি জুলাই বিপ্লবের আদর্শকেও ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহার করে এনসিপি ফ্যাসিস্ট রূপ নিতে পারে।
নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন- গোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানের নামে এনসিপি মতাদর্শে পরিবর্তিত করাই আসলে এনসিপির আসল খাহেশ।
“এটাও আরেক ধরনের ফ্যাসিস্ট আচরণ তথা শেখ হাসিনারই পুণরাবৃত্তি। ” নেটিজেনরা এমন মন্তব্য করতেও ছাড়েননি।
তারা আরো প্রশ্ন করেছেন এনসিপির মতাদর্শে দীক্ষিত না হওয়ার অধিকার কি গোপালগঞ্জবাসীর থাকতে পারে না?
(ঘ)
রাষ্ট্রের গোয়েন্দা অক্ষমতা
খবর শিরোনাম
গোপালগঞ্জের ঘটনা যে এত বড় হবে, সেই তথ্য গোয়েন্দাদের ছিলো না -স্বরাষ্ট্র উপদেষ্টা
১৭ জুলাই ২০২৫, আজকের পত্রিকা
খবর ভাষ্য
গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে ছিলো, তবে হামলা যে এত বড় হবে, সেই তথ্য তাদের জানা ছিলো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
গত বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
খবর প্রতিক্রিয়া
উপরোক্ত খবরের প্রতিক্রিয়ায় নিম্নোক্ত খবর শিরোনাম লক্ষণীয়-
গোপালগঞ্জে সংঘর্ষ-হামলা:
নিরাপত্তা হুমকির সুনির্দিষ্ট তথ্য ছিলো গোয়েন্দা রিপোর্টে
টুডে ব্লগ ওয়ান এট.দ্যা.র্যাট জিমেইল ডট.কম, সমতট টিভি, ১৭ জুলাই ২০২৫
খবর ভাষ্য
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের ক্যাডারদের হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যর্থতার কারণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
এ ঘটনায় সরকারের উচ্চপর্যায়ে উষ্মা প্রকাশ করা হয়েছে। নিরাপত্তা হুমকির সুনির্দিষ্ট একাধিক তথ্য থাকার পরও কেন এ ধরনের হামলা ঠেকানো গেলো না কিংবা আগে থেকে তথ্য থাকার পরও কেন হামলা এড়ানো গেলো না, তা নিয়ে চলছে আলোচনা।
গোয়েন্দা তথ্যে বলা হয়েছিলো, তিন জায়গায় গাড়িবহরে হামলা হতে পারে। এর মধ্যে কোটালীপাড়া ঢুকতে, জেলা পুলিশ লাইনসের আগে এবং পুলিশ লাইনস পার হওয়ার পর মোড়ে হামলার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়।
খবর প্রতিক্রিয়া
২১শে আগস্ট গ্রেনেড হামলা, বি.ডি.আর হত্যাকা-সহ রাষ্ট্রীয় সব দুর্ঘটনায়ই গোয়েন্দা অক্ষমতা বা ব্যর্থতা?
পর্যবেক্ষক মহল বলছেন, বি.ডি.আর হত্যাকা-ের গোয়েন্দা রিপোর্ট তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে দেয়া হয়েছিলো। কিন্তু তিনি অস্বীকার করে বলেছেন, এ ধরণের কোন গোয়েন্দা রিপোর্ট ছিলো না।
একইভাবে আমার দেশ পত্রিকার ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জের বড় সহিংসতার গোয়েন্দা রিপোর্ট থাকলেও বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, “ছিলো না”।
অর্থাৎ এই ধরনের ব্যর্থতায় দায়িত্বশীলদের বক্তব্যের কোন পরিবর্তন হচ্ছে না। একই ধাঁচ চলছে ধারাবাহিকভাবে। এভাবে অবিরামেই চলবে কিনা তাই এখন গভীর প্রশ্ন?
পুরনো কায়দায় এই ব্যর্থতার দায়ভারও স্বরাষ্ট্র মন্ত্রক নিচ্ছে না। কিন্তু পদত্যাগের দাবি উঠলেও তিনি শুনছেন না। এ যেন ডবল বৈষম্য!!
প্রসঙ্গত, গতকাল ১৮ জুলাই মানবজমিনে হাছান মাহমুদের বরাতে শিরোনাম হয়েছে, “গোয়েন্দা ব্যর্থতার জন্যই শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে”। একই গোয়েন্দা ব্যর্থতায় বর্তমান সরকারকেও যে পস্তাতে হবে তা বলাই বাহুল্য।
(ঙ)
তবে কি সরকারের বিশেষ মহল বা বিশেষ পরিকল্পনায়ই সব কিছু হচ্ছে?
গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওই বৈঠকে। উপদেষ্টার উপস্থিতিতে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচির নিরাপত্তাব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
মাঠপর্যায়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা আস্থাশীল থাকার পরও কিভাবে এ হামলা হলো- খোদ পুলিশের উচ্চপর্যায়ে তা নিয়ে চলছে আলোচনা। বলা হচ্ছে, মাঠপর্যায় থেকে চাইলে আরো বেশি ফোর্স দেওয়া যেত। কিন্তু যে পরিমাণে চাওয়া হয়েছে, সে অনুযায়ী ফোর্স মোতায়েন করার পরও কেন এ ধরনের হামলা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জামাতের তাহেরের বক্তব্য এখানে প্রাসঙ্গিক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছে, অন্তর্বর্তী সরকারের দুর্বলতা ও সিদ্ধান্তহীনতায় মনে হয় সরকারের সঙ্গে গোপন কোনও শক্তি কাজ করছে।
বাংলা ট্রিবিউন রিপোর্ট, প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২২:০৮
তাহেরের বয়ানের প্রেক্ষিতে পর্যবেক্ষক মহল প্রশ্ন ছুড়েছেন, তবে কি ইউনুস সরকারের উর্ধ্বতন নীল নকশায়ই এসব হচ্ছে?
বিষয়টি আঁচ করতে পেরেছেন বিএনপি মহাসচিবও। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের উত্তরণ ঠেকাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁদ পাতা হচ্ছে। আমাদের উসকানো হচ্ছে যেন আমরা সংঘাতে জড়াই। কিন্তু বিএনপি সেই ফাঁদে পা দেবে না’।
ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট, প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২৩:৪৭
তবে ইউনুসীয় ফাঁদ যতই কূট হোক শেষ রক্ষা হবে না। তার কাছের জনই ছোবল দিবে।
গোপালগঞ্জে সংঘর্ষ ও নিহতের দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে -নাহিদ
প্রথম আলো, প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৬: ৫৯
নেটিজেনরা মন্তব্য করেছেন, ইউনুসকে দায়ভার নিতে হবে আরো অনেক বড় কিছুর। কঠিন পরিণতি ভোগ করতে হবে সবকিছুর।
-আল্লামা ওয়ালউির রহমান আরফি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্ত্রাসবাদ নয়; জিহাদী যোগ্যতা অর্জন করা পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ অনুযায়ী ফরয। ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় সব নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। উন্নত প্রশিক্ষন, যুদ্ধকৌশল, সামরিক সক্ষমতা এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সেনাবাহিনী এখন সাফল্যের শীর্ষে। সরকারের উচিত- দেশের মর্যাদা বুলন্দ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ত্বকে সমুন্নত রাখতে সেনাবাহিনীর প্রতি সকল প্রকার পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা।
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর তথ্যানুযায়ী বেনিয়া বৃটিশগুলো মুসলিম ভারত থেকে লুট করেছে ১২ হাজার লক্ষ কোটি টাকা প্রকৃতপক্ষে তারা লুট করেছে লক্ষ লক্ষ কোটি টাকা
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র এখনও বন্ধ করলে যা লাভ হবে চালু রাখলে তার চেয়ে অনেক বেশী ক্ষতি হবে ৫৩টি পরিবেশবাদী সংগঠনের দাবী অবিলম্বে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ কেন্দ্র করা হোক কিন্তু তাদের উপেক্ষা করে পরিবেশ উপদেষ্টা প্রমাণ করছে তার পরিবেশবাদী তৎপরতা অন্য পরিবেশবাদীদের সাথে সাংঘর্ষিক এবং তার পরিবেশবাদী প্রচারণা কার্যকলাপ আসলে দেশ ও দেশের মানুষের জন্য নয় বরং বিশেষ প্রভুর নির্দেশনায় (প্রথম পর্ব)
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুয়ার নেশায় বুদ হচ্ছে শিশু-কিশোররা-শিক্ষার্থীরা অধিকাংশ সাইটই পরিচালিত হয় দেশের বাইরে থেকে অনলাইনে জুয়ায় ছোট ছোট বাজির টাকা দিন শেষে একটি বড় অঙ্কের অর্থ হয়ে দেশ থেকে ডলারের মাধ্যমে পাচার হচ্ছে প্রতিদিন এসব খেলা স্বাভাবিক গেমের মতো হওয়ায় প্রকাশ্যে খেলা হলেও আশপাশের মানুষ তা বুঝতে পারেন না কেবলমাত্র ইসলামী মূল্যবোধের উজ্জীবনেই জুয়া বন্ধ সম্ভব ইনশাআল্লাহ
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গার্মেন্টসের চেয়েও বড় অবস্থানে তথা বিশ্বের শীর্ষ অবস্থানে অধিষ্ঠান হতে পারে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প। যথাযথ পৃষ্ঠপোষকতা করলে শুধু মাত্র এ খাত থেকেই বছরে ১১ লাখ কোটি টাকা অর্জন সম্ভব ইনশাআল্লাহ। যা বর্তমান বাজেটের প্রায় দেড়গুণ আর শুধু অনিয়ম এবং সরকারের অবহেলা, অসহযোগীতা দূর করলে বর্তমানেই সম্ভব প্রায় ২ লাখ কোটি টাকা অর্জন জাহাজ নির্মাণ শিল্পের সমৃদ্ধি সম্পর্কে সচেতন হওয়া এবং সরকারের গাফলতির বিরুদ্ধে প্রতিবাদ করা জনগণের জন্যও জরুরী। (২য় পর্ব)
০১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার রোবে, দোয়ার বরকতে- কুদরতীভাবে কমে যাচ্ছে ডলারের আধিপত্য বাংলাদেশের রিজার্ভ ডলারে রাখা উচিৎ নয়- এতে লাভ আমেরিকার মুসলিম বিশ্বে অভিন্ন মুদ্রা ব্যবস্থা বিশেষত মূল্যহীন কাগজী মুদ্রা বাদ দিয়ে সুন্নতী দিনার-দিরহাম মুদ্রা চালু করা আবশ্যক ইনশাআল্লাহ (দ্বিতীয় পর্ব)
৩০ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদেশি হাইব্রিড বীজের ফাঁদে দেশের কৃষি। হারিয়ে যাচ্ছে দেশীয় ফসলের জাত, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। ফুলে-ফেঁপে উঠছে বীজ কোম্পানিগুলো।
২৯ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুশরিক ভারতের প্রতি লা’নত ওদের জনসংখ্যা দিন দিন নিম্নমুখী পক্ষান্তরে ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দেশ বাংলাদেশে খোদায়ী রহমত। (সুবহানাল্লাহ) বাংলাদেশে জনসংখ্যার এখন ৬৫ ভাগই কর্মক্ষম এবং জনসংখ্যার বৃদ্ধির হার উর্ধ্বগামী বাংলাদেশ ভোগ করছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের নিয়ামত। সুবহানাল্লাহ!
২৮ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসঙ্গ: মধ্যম আয়ের ফাঁদ এড়াতে সতর্কতা তথা মধ্যম আয়ের স্থবিরতা তাওয়াক্কুল আর তাকওয়া অবলম্বনে সব সমস্যা দূর হয়ে অচিরেই বাংলাদেশ হতে পারবে শীর্ষ সমৃদ্ধশালী দেশ ইনশাআল্লাহ
২৭ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিজওয়ানার পরিবেশবাদী প্রচারণার বিপরীতে রবি ঠগ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনে ইতিবাচক বার্তা এবং ইউনুসের পানি ও প্রকৃতি প্রেমের বানীর পরিবর্তে আপত্তি সত্ত্বেও একনেকে রবি ঠগ বিশ্ববিদ্যালয় প্রকল্প অনুমোদনে জনগণ তথা নেটিজনের মূল্যায়নটা কী?
২৬ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যখন কোনো দেশ যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিমান কিনে, তখন তা শুধু একটি বিমান কেনার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর সাথে যুক্ত হয় একাধিক শর্ত, নিষেধাজ্ঞা এবং জটিল টার্মস অ্যান্ড কন্ডিশনস
২৫ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগামহীন ব্যর্থতার পর মাদক নিয়ন্ত্রণেও সরকার চরমভাবে ব্যর্থ। আইন শৃঙ্খলা বাহিনী নিজস্ব দুর্বলতার কারণে মাদক নিয়ন্ত্রণে নজরই দিতে পারছে না। উল্টো আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য নিজেরাও জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়।
২৪ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












