আমেরিকা-অটোম্যান নৌ যুদ্ধ
, ২৫ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) ইতিহাস
১৮০৪ সালের ১৬ ফেব্রুয়ারি মার্কিন নৌবাহিনী নিজেদের সর্ববৃহৎ যুদ্ধ জাহাজ ইউএসএস ফিলাডেলফিয়া ভস্মীভূত করতে বাধ্য হয়। তারা আটলান্টিকের উপর অটোম্যান সার্বভৌমত্ব মেনে নিতে এবং উচ্চহারে খাজনা পরিশোধ করতে বাধ্য হয়। লজ্জাজনক সেই ইতিহাস আজ আর চর্চা করা হয় না।
আমেরিকার জাহাজ ১৭৮৩ সালে প্রথম আন্তর্জাতিক পানিসীমায় প্রবেশ করে। তখন আটলান্টিক মহাসাগরে অটোম্যান সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত ছিলো। যুক্তরাষ্ট্র সেই সার্বভৌমত্ব অস্বীকার করে। পানিসীমা লঙ্ঘনের কারণে ১৭৮৪ সালের ১১ অক্টোবর আটলান্টিক থেকে মার্কিন শিপ ‘ব্রিগ্যান্টাইন বেটসি’ সিজ করা হয়।
১৭৮৫ সালের ২৫ জুলাই মার্কিন শিপ ‘স্কুনার মারিয়া’ ও ‘ডাউফিন’কে সিজ করা হয়। এভাবে ১৭৯৩ সাল পর্যন্ত আরও ১২টি জাহাজ আটক হয়। অটোম্যান নেভিকে মোকাবিলার জন্য স্টিলের মজবুত জাহাজ তৈরির লক্ষ্যে ১৭৯৪ সালের মার্চ মাসে মার্কিন কংগ্রেস ৭ লক্ষ ডলার অনুমোদন করে।
আমেরিকা ১২টি জাহাজ তৈরি করে, পরের বছর যুদ্ধে অবতীর্ণ হয় এবং চরমভাবে পরাজিত ও জাহাজগুলো আটক হয়। ১৭৯৫ সালের ৫ সেপ্টেম্বর আলজিয়ার্সে মার্কিন ও অটোম্যানদের মাঝে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির পর ১১৫ জন মার্কিন নাবিককে মুক্তি দেওয়া হয়। চুক্তি অনুসারে-
১) আমেরিকা ক্ষতিপূরণ হিসেবে এককালীন ৯,৯২,৪৬৩ ডলার প্রদান করবে।
২) আটককৃত জাহাজগুলো ফেরত পাবে এবং এখন থেকে তাদের জাহাজ আটলান্টিক ও মেসিডোনিয়া উপসাগরে প্রবেশ করতে পারবে।
৩) অনুমতির বিনিময়ে আমেরিকা এককালীন ৬,৪২,০০০ ডলার প্রদান করবে।
৪) আমেরিকা বার্ষিক ১২,০০০ ডলার ট্যাক্স প্রদান করবে। ট্যাক্স আদায় হবে হিজরী বর্ষ অনুসারে, খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুসারে নয়।
৫) আমেরিকা বন্দীদের মুক্তিপণ হিসেবে ৫,৮৫,০০০ ডলার প্রদান করবে।
৬) আমেরিকা স্টিলের জাহাজ নির্মাণ কৌশল এবং নিজ খরচে নতুন সাতটি জাহাজ তৈরি করে তা সরবরাহ করবে।
কিন্তু এরপর আমেরিকা সমর শক্তি বৃদ্ধিতে মনোযোগী হয়। তাদের দরিদ্র অবস্থা বিবেচনা করে পূর্বে কম খাজনায় সন্ধি করা হলেও ১৮০১ সালে অটোম্যান কর্তৃপক্ষ ২,২৫,০০০ ডলার খাজনা আরোপ করে। আমেরিকা তা প্রত্যাখ্যান করে। উপরন্তু পূর্বের সন্ধি অনুসারে পূর্ণ অর্থ ও উপঢৌকন প্রদানেও অস্বীকৃতি জ্ঞাপন করে।
অটোম্যান কর্তৃপক্ষ ১৮০১ সালের ১০ মে পূর্বের চুক্তি বাতিল করে। এদিকে আমেরিকা ৩টি ফ্রিগেট ও ১টি স্কুনার সমন্বিত স্কোয়াড্রনকে যুদ্ধে প্রেরণ করে। এর এক বছর পূর্ব, ১৮০০ সাল থেকে সুইডিস নৌ বাহিনী অটোম্যানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিলো। এখন মার্কিন স্কোয়াড্রন গিয়ে ঐ সুইডিশ ফ্লোটিলার সাথে যোগ দিলো।
১৮০১ সালের ৩১ মে নেপলস এর রাজা ফার্দিনান্দ-৪ মার্কিন নেভির সাথে বিপুল সৈনিক, কামানের টেকনিশিয়ান, ভেসেল, গানবোট ও মর্টার বোট সরবরাহ করে। মার্কিন নেভি ১৮০১ সালের ১লা আগস্ট আকস্মিক ত্রিপোলিতে উপস্থিত হয়ে একটি কর্সেয়ার দখলে নেয়। আমেরিকা ১৮০২ সালে ব্যাপক শক্তি বৃদ্ধি করে।
মার্কিন ১৬টি জাহাজ (আর্গাস, চেসাপিক, কন্সটেলেশন, কন্সটিটিউশন, ইন্টারপিড, এন্টারপ্রাইজ, ফিলাডেলফিয়া, ভিক্সেন, প্রেসিডেন্ট, কংগ্রেস, এসেক্স, জন অ্যাডামস, নটিলাস, স্কোরজ, সিরেন ও হর্নেট) অভিযান পরিচালনা করে। এই বাহিনীর সাথে সুইডেন, ফ্রান্স, নেপলস এর বাহিনী ও পাঁচ হাজার মার্সেনারি যোগ দেয়।
১৮০৩ সালের ১৬ অক্টোবর প্রচ- যুদ্ধের পর অটোম্যানরা মার্কিন সর্ববৃহৎ জাহাজ ইউএসএস ফিলাডেলফিয়া দখলে নেয় এবং তা মার্কিন বাহিনীর বিরুদ্ধেই ব্যবহার করতে থাকে। ১৮০৪ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে একটি মার্কিন দল অটোম্যানদের ছদ্মবেশে ফিলাডেলফিয়ায় আরোহণ করে তাতে আগুন লাগিয়ে অকেজো করে দেয়।
১৮০৪ সালের ১৪ জুলাই মার্কিন আত্মঘাতী হামলা ব্যর্থ হয়। তারা ইউএসএস ইন্টারপিড-এ বিস্ফোরক বোঝাই করে তা ত্রিপোলি বন্দরে পাঠায়। কিন্তু ইন্টারপিড তার লক্ষ্য অর্জনের পূর্বেই অটোম্যান ফায়ারে ধ্বংস হয়ে যায়। অবশেষে ১৮০৫ সালের ১০ জুন অটোম্যানদের সাথে পুনরায় সন্ধি করা হয়। বন্দীদের মুক্তিপণ হিসেবে তারা ৬০,০০০ ডলার প্রদান করে এবং অটোম্যান সার্বভৌমত্ব মেনে নেয়।
আবারো সেই সোনালী দিন ফিরে আসার অপেক্ষায়, খিলাফতের সূর্য উদিত হওয়ার আশায় রয়েছে মিল্লাতে মুসলিম।
-মুহম্মদ মুশফিকুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কেমন ছিলো মোঘল সালতানাতের গোলন্দাজ এবং অশ্বারোহী বাহিনী
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পান্থনিবাস ও সরাইখানা নির্মাণে মুসলমানদের অনবদ্য অবদান
২৬ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা (৩৯)
১৫ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসলমানদের শিক্ষা-দীক্ষার বিরোধিতায় বিধর্মী-অমুসলিমরা
১৪ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলার হিন্দু ধনিক-বণিক, বেনিয়া শ্রেণী, ব্যাংকার প্রভৃতির সাথে এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম
১৪ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইউরোপকে যেভাবে সমৃদ্ধ করেছেন আফ্রিকান মুসলমানরা
১২ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুজরাটের সুলতান মুজাফফর শাহের পরহেজগারিতা এবং ভ্রাতৃত্ববোধ
০২ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা (৩৭)
০১ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেমন ছিলেন ইসলামী ইতিহাসের প্রথম আইনশৃঙ্খলা বাহিনী
০১ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঐতিহাসিক মুসলিমবাগ ঈদগাহ-ই কি আজকের ঢাকেশ্বরী মন্দির?
২৯ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২টি চন্দ্রমাসের নাম এবং নামকরণের সার্থকতা (২)
২৯ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঐতিহাসিক খেমকারান যুদ্ধ: যেভাবে বাংলাদেশের জাতীয়তাবোধের উদ্ভব
২৫ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












