ঘটনা থেকে শিক্ষা:
গুজরাটের সুলতান মুজাফফর শাহের পরহেজগারিতা এবং ভ্রাতৃত্ববোধ
, ০২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) ইতিহাস
ভারতবর্ষে মুসলিম শাসকদের মধ্যে অনেকেই নেককার এবং পরহেজগার ছিলেন। উনাদের মধ্যে অন্যতম ছিলেন গুজরাটের সুলতান মুজাফফর শাহ। শাসক হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন ফক্বীহ এবং মুহাদ্দিস। তিনি সম্মানিত তাছাউফ চর্চা করতেন। সবসময় অযু অবস্থায় থাকতেন এবং জামায়াতে নামায আদায় করতেন। ছোটবেলা থেকেই তিনি পবিত্র হাদীছ শরীফ উনার উপর পড়াশুনা করেন। যুগখ্যাত বড় আলিম উনাদের কাছে তিনি পড়াশুনা করেছেন। তিনি যুদ্ধবিদ্যায় অনেক বেশি পারদর্শী ছিলেন। উনার হাতের লেখা ছিলো অত্যাধিক সুন্দর। তিনি নিজ হাতে পবিত্র কুরআন শরীফ উনার অনুলিপি তৈরী করে পবিত্র মদীনা শরীফে প্রেরণ করতেন এবং বলতেন ‘আমার মতো অধমের তৈরী একটি জিনিস পবিত্র ভূমিতে সংরক্ষিত থাকলে এটা আমার জন্য অনেক বড় পাওয়া’।
যুবক বয়সে তিনি গুজরাটের শাসক হয়ে আসেন। উনি যে কতবড় একজন মুত্তাক্বী এবং নেককার ছিলেন তার একটি উদাহরণ পাওয়া যায় মালোয়ার যুদ্ধের সময়। মালোয়ার শাসক ছিলো সে সময় মাহমুদ শাহ। মন্দলি নামে তার এক হিন্দু মন্ত্রী ছিলো। সে কূটকৌশলের মাধ্যমে বিদ্রোহ করে মালোয়ার ক্ষমতা দখল করে। ভীত সুলতান মাহমুদ শাহ শহর ছেড়ে পালিয়ে যায়। ক্ষমতায় এসেই মন্দলি রাজ্য থেকে সমস্ত ইসলামী নিদর্শন সরিয়ে ফেলে এবং পৌত্তলিকতার প্রচার শুরু করে। মুসলমানদের উপর নির্যাতন শুরু করে। তখন মাহমুদ শাহ ভাবলেন, এভাবে চলতে দেয়া যায় না। কিন্তু কে তাকে সাহায্য করবেন? কার কাছে যাবেন? তখন তার মাথায় আসলো গুজরাটের কথা। একমাত্র গুজরাটের শাসকই তাকে সাহায্য করতে পারেন। তিনি সুলতান মুজাফফর শাহের কাছে গিয়ে সব খুলে বললেন। সব শুনে সুলতান খুবই মর্মাহত হলেন এবং দ্রুত সেনাবাহিনী প্রস্তুত করে রওনা হলেন মালোয়ার দিকে।
সুলতানের বাহিনী ঝড়ের গতিতে মালোয়ার রাজধানী মান্ডো পৌঁছে যায়। সুলতান এখানের কেল্লা অবরোধ করেন। টানা কয়েকদিন থেমে থেমে যুদ্ধ চলছিলো। মন্দলি ভাবলো সুলতান মুজাফফরের বাহিনীর সাথে সামনাসামনি লড়ে বিজয় কখনোই সম্ভব নয়। তাই সে সাহায্য চেয়ে আরেক বিধর্মী শাসক রানা সংঘের কাছে পত্র লিখলো। রানা সংঘ সুলতানের বাহিনীকে মোকাবেলা করার জন্য বাহিনী নিয়ে রওনা হয়। সুলতান গোয়েন্দা মারফত এ সংবাদ পেয়ে আদিল খান ফারুকী, ফাতাহ খান ও কওয়াম খানকে পাঠান রানা সংঘকে নিস্তানাবুদ করার জন্য।
সুলতানের এই তিন কমান্ডারের আগমন সংবাদ পেয়ে আর সামনে আসার সাহস করলো না রানা। সে পালিয়ে নিজের রাজ্যে ফিরে গেলো। কয়েকদিন পর সুলতান দুর্গ জয় করেন। সুলতানের বাহিনী কেল্লাতে প্রবেশ করে। তিনি কেল্লার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি বুঝতে পারেন কেল্লাটি অনেক সম্পদে ভরপুর। তখন আমীরদের কেউ কেউ বললো, সুলতান এই কেল্লার এখন কি হবে? তিনি বললেন, এই কেল্লা মাহমুদ শাহকে ফেরত দিবো। তখন আমীরদের অনেকে বললো, সুলতান আপনি এই দুর্গ জয় করেছেন। প্রায় ২ হাজার সেনা শহীদ হয়েছে। আপনি এ দুর্গ নিয়ে নিন। তখন সুলতান বললেন, এই দুর্গ আমার নয়। আমি দুর্গ নেয়ার জন্য যুদ্ধ করিনি। আমি আল্লাহ পাক উনার সন্তুষ্টির উদ্দেশ্যে এক মুসলিম ভাইকে সাহায্য করেছি। এই বলে তিনি কেল্লা থেকে বের হয়ে আসেন এবং কেল্লা মাহমুদ শাহকে বুঝিয়ে দিয়ে কেল্লার বাইরে অবস্থান করতে থাকেন। তখন মাহমুদ শাহ নিজে পরিবারসহ এসে উনাকে অনেকবার কেল্লাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি যাননি। প্রশ্ন করলে তিনি বলেছিলেন, আমি জিহাদের নিয়তে এই যুদ্ধ করেছি। কিন্তু আমীরদের বর্ণনা শুনে আমি ভাবলাম যে, বার বার কেল্লাতে গেলে আমার নিয়ত এবং ইখলাছ নষ্ট হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ!
সম্পাদনায়: মুহম্মদ শাহজালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৯৭১ সালে ভারতের লুটপাটের খতিয়ান এবং ভারতের কাছে বাংলাদেশের পাওনার পরিমাণ
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের উজ্জ্বল সাক্ষী সাতৈর শাহী মসজিদ (২)
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা (৪১)
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেমন ছিলো মোঘল সালতানাতের উট এবং হস্তিবাহিনীর ইতিহাস
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা (৪০)
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেমন ছিলো মোঘল সালতানাতের গোলন্দাজ এবং অশ্বারোহী বাহিনী
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পান্থনিবাস ও সরাইখানা নির্মাণে মুসলমানদের অনবদ্য অবদান
২৬ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা (৩৯)
১৫ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসলমানদের শিক্ষা-দীক্ষার বিরোধিতায় বিধর্মী-অমুসলিমরা
১৪ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলার হিন্দু ধনিক-বণিক, বেনিয়া শ্রেণী, ব্যাংকার প্রভৃতির সাথে এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম
১৪ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইউরোপকে যেভাবে সমৃদ্ধ করেছেন আফ্রিকান মুসলমানরা
১২ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা (৩৭)
০১ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












