ইস্তাম্বুলে স্থাপত্যর ঐতিহাসিক নিদর্শন সুলাইমানী মসজিদ (২য় পর্ব)
এডমিন, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯১ শামসী সন , ০৩ জুলাই, ২০২৩ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্থাপত্য নিদর্শন
মসজিদে সুলায়মানীর প্রবেশ দ্বার:
এই মসজিদের জমকালো রাজকীয় প্রবেশ দ্বার দেখেই দর্শনার্থী অনুভব করতে পারেন যে, এর অভ্যন্তরভাগ কত বিশাল ও জাকজমকপূর্ণ। বিশাল এই দ্বারটির নকশা মসজিদের অভ্যন্তরের মিহরাবের আদলে তৈরী এবং এটি পবিত্র কাবা শরীফ উনার দিকে নির্দেশ করছে।
মসজিদে সুলায়মানীর বিশাল চত্বর :
ঐতিহ্যগতভাবে মসজিদে সাধারণত একটি মিনার থাকে, যেখান থেকে মুয়াযযীন আযান দেন, কিন্তু সুলায়মানী মসজিদে প্রথম বারের মত চারটি মিনার নির্মাণ করা হয় এই চারটি মিনার নির্দেশ করে যে, সুলতান প্রথম সুলায়মান ছিলেন ইস্তাম্বুলের চতুর্থ সুলতান। আর দশটি বিশালাকৃতির ব্যালকনী নির্দেশ করে যে, তিনি ছিলেন উসমানীয় সালতানাতের প্রতিষ্ঠাতা প্রথম সুলতান সুলায়মান থেকে শুরু করে উসমানীয় রাজবংশের ১০ম সুলতান।
মূল গম্বুজের কাছে অবস্থিত বড় মিনারগুলোর দৈর্ঘ্য ৭৬ মিটার আর ছোট মিনারগুলোর উচ্চতা ৫৬ মিটার।