স্থাপত্য-নিদর্শন
চট্টগ্রামে ঐতিহাসিক বদর আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার দরগাহ (১)
, ০৭ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্থাপত্য নিদর্শন
চট্টগ্রামের আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের মাজার শরীফ, দরবার ও খানকা শরীফ অনুসন্ধানে জানা যায় যে, প্রথম পর্যায়ে বাংলাদেশের চট্টগ্রামে আরব ব্যবসায়ী ও বণিকদের যোগাযোগ ছিলো। অতঃপর পবিত্র দ্বীন প্রচারক, সূফী, দরবেশ, আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের চট্টগ্রামে আগমন ঘটে। চট্টগ্রামকে সাধারণত ‘বারো আউলিয়ার দেশ’ বলে অভিহিত করা হয়ে থাকে। এই বারো আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের সবার মাজার শরীফ, দরবার ও খানকা শরীফ সময়ের বিবর্তনে অধিকাংশ স্থাপনাই ধসে গেছে। চট্টগ্রামের সর্বসাধারণের মুখে মুখে উনাদের কথা শোনা যায়।
হযরত বদর আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনিসহ আরো ১১জন সূফী আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম এ অঞ্চলের বিভিন্ন স্থানে রয়েছেন। মুহম্মদ এনামুল হকের গবেষণায় এই ১২ জন আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের নাম জানা যায়; উনারা যথাক্রমে-
১. সুলতান হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি।
২. হযরত শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি।
৩. হযরত বদর শাহ রহমতুল্লাহি আলাইহি।
৪. হযরত কতল পীর রহমতুল্লাহি আলাইহি।
৫. হযরত শাহ মহসিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি।
৬. হযরত শাহ পীর রহমতুল্লাহি আলাইহি।
৭. হযরত শাহ উমর রহমতুল্লাহি আলাইহি।
৮. হযরত শাহ বাদল রহমতুল্লাহি আলাইহি।
৯. হযরত শাহ চান্দ আউলিয়া রহমতুল্লাহি আলাইহি।
১০. হযরত শাহ জায়েদ রহমতুল্লাহি আলাইহি।
১১. হযরত শাহ মোল্লা মিসকিন রহমতুল্লাহি আলাইহি এবং
১২. হযরত কাজি মুয়ালি রহমতুল্লাহি আলাইহি।
চট্টগ্রামের পুরাকীর্তির মধ্যে নিঃসন্দেহে হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের মাজার শরীফ, দরবার ও খানকা শরীফগুলোকে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে এবং চট্টগ্রামের এ ধরনের সকল পুরাকীর্তির উল্লেখ পাওয়া যায় ঐতিহাসিক শিহাব উদ্দিন তালিশের বিবরণে।
তিনি মনোরম চট্টগ্রাম নগরে অনেক সূফী-আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের নিবাস ছিলো বলে তথ্য প্রদান করেন। উঁচু পর্বতে প্রাচীন দূর্গ (আন্দার কিল্লা)-এর সীমানার মধ্যে বদর আলম রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফের বর্ণনা সযতেœ তুলে ধরেছেন। ১৮৩১ খৃস্টাব্দে ক্যাপ্টেন পগসন ন্যারেটিভ ডিউরিং এ টুর টু চাটিগাও গ্রন্থে মুসলিম পুরাকীর্তির মধ্যে হযরত বদর পীর রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ ও হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি উনাদের দরবার শরীফসহ বহু নিদর্শনের তথ্যপূর্ণ বর্ণনা তুলে ধরেছেন।
বিভিন্ন স্থানে যে সব মাজার শরীফ, দরবার ও খানকা শরীফ ভগ্নাবশেষের খোঁজ পাওয়া গেছে, যেগুলো দ্বীনি দৃষ্টিকোণ থেকে যথেষ্ট উল্লেখযোগ্য। একবার চট্টগ্রামে বিদ্যমান এবং বর্তমানে এসব বিলুপ্ত নিদর্শনের অবশিষ্টাংশ সঠিকভাবে জরিপ পূর্বক খনন কার্য পরিচালনা করলে অতীত ইতিহাসের অনেক তথ্যই বের হয়ে আসবে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই।
চট্টগ্রামের জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্যমতে, ১২জন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম সর্বজন শ্রদ্ধেয় সূফী বদর আউলিয়া রহমতুল্লাহি আলাইহি; ও অন্য এগারজন আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা চট্টগ্রামে আগমন করেন। (পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন)
-মুহম্মদ নাঈম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অস্থায়ী হাসপাতাল নির্মাণে মুসলমানদের অবদান
২৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়ার ঐতিহাসিক মসজিদ “মসজিদ নেগারা”
১৬ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যে মসজিদ থেকে গভীর রাতে ভেসে আসতো যিকিরের আওয়াজ
০৯ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা (৩৮)
০৮ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদ হযরত শাহ মখদুম রুপোশ রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ
০২ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বয়নশিল্প নিদর্শনে মুসলমানগণ (৬)
২৬ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বয়নশিল্প নিদর্শনে মুসলমানগণ (৫)
১৯ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বয়নশিল্প নিদর্শনে মুসলমানগণ (৪)
১২ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বয়নশিল্প নিদর্শনে মুসলমানগণ (৩)
০৫ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বয়নশিল্প নিদর্শনে মুসলমানগণ (২)
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্থাপত্যশৈলীর অনন্য স্থাপনা মানিকগঞ্জের ‘ওয়াসি মহল’
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বয়নশিল্প নিদর্শনে মুসলমানগণ (১)
২১ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












