স্থাপত্য-নিদর্শন
চট্টগ্রামে ঐতিহাসিক বদর আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার দরগাহ (২)
, ১৪ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্থাপত্য নিদর্শন
চট্টগ্রামের জনসাধারণ বদর আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনাকে ‘শহরের কুতুব’ বলে অভিহিত করেন। টিকে থাকা সামান্য কিছু আদি স্থাপত্য বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বদর আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফটি সর্বপ্রাচীন বলে ধারণা করা হয়; এটি চট্টগ্রামের ‘বদরপট্টী’ এলাকায় অবস্থিত। স্থানীয় নামটি যে বদর আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার নাম থেকে এসেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
বদর আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার দরগাহটি চট্টগ্রামের বকশির হাটে অবস্থিত। আলোচ্য মাজার শরীফটি ভূমি নকশায় বর্গাকৃতির। মাজার কমপ্লেক্সের বেষ্টনী প্রাচীরের পূর্বে কর্ণফুলী নদীর দিকে প্রবেশ তোরণটি অবস্থিত। কমপ্লেক্সের অভ্যন্তরে রয়েছে দরগাহটি, একটি কূপ ও একটি মসজিদ।
দরগাহ কমপ্লেক্সের প্রবেশপথ উচ্চতায় ৩.১৫ মিটার; প্রবেশ তোরণের মধ্য দিয়ে ঢোকার স্থানে উচ্চতা ২.১১ মিটার এবং প্রস্থ ১.৪৫ মিটার। প্রবেশ তোরণের উপরে স্থাপিত গম্বুজের ব্যাস ৮.০৩ মিটার। বর্গাকার মাজার শরীফটির একেক দিকের পরিমাপ ৯.২২ মিটার এবং অভ্যন্তর ভাগ থেকে এর একেক দিকের পরিমাপ ২.৪২ মিটার। এতে রয়েছে চারদিকে চারটি দরজা, উত্তর দিকেরটি জানালা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
দরগাহটি উঁচু একটি বড় গম্বুজ দ্বারা আচ্ছাদিত; চারকোণে চারটি অনুচ্চ পার্শ মিনার রয়েছে এবং এদের বেশীরভাগ ছোট গম্বুজ (cupola) যুক্ত। সঠিকভাবে সংস্কার কার্য সম্পন্ন না করায় বদর আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার দরগাহের আদিরূপ অনেকাংশে পরিবর্তিত হয়েছে। তবে লক্ষণীয় এ দরগাহ নির্মাণে ‘কুব্বা’ ধরনের মাজার স্থাপত্যের tomb of the qubba type) মোটামুটি সকল অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য বিধৃত হয়েছে।
মাজার শরীফের অভ্যন্তরে চার ধাপ বিশিষ্ট কবর রয়েছে যার শিরোভাগ অর্ধবৃত্তাকারে গঠিত। মাজারের উত্তর দেয়ালের ১ মিটার দূরে অবস্থিত কূপটির ব্যাস ২.০৯ মিটার; কূপটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পতিত হয়েছে। মাজারের পশ্চিমে দেয়ালে ০.৭৭ মিটারী০.৪৭ মিটার পরিমাপের একটি গ্রানাইট পাথরের শিলালিপি রয়েছে। শিলালিপিটি পাঁচ সারিতে আরবী ভাষায় নাস্থ রীতিতে উৎকীর্ণ। আসমা সিরাজউদ্দিনের মতে, এ শিলালিপিটি অন্য কোনো কবরের গাত্র থেকে খুলে আনা হয়েছে। পগসন ১৮৬০ খৃ: এটিসহ আরও কয়েকটি শিলালিপির উল্লেখ করেছিলো। সে এতে বিসমিল্লাহ এবং পবিত্র কালিমা শরীফ লেখা আছে বলে উল্লেখ করেছে।
প্রসঙ্গত উল্লেখ করা হয়, শিহাবউদ্দিন তালিশ সোনারগাঁয়ের সুলতান ফখরউদ্দিন মুবারক শাহ কর্তৃক ১৩৪০ খৃ: চট্টগ্রাম জয়ের তথ্য প্রদান করেন। অন্যান্য পুরাকীর্তির সাথে তালিশ চট্টগ্রামের মাজার দরগাহ সম্বন্ধে তার বর্ণনায় উল্লেখ করেছেন। তালিশের মতে বদরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনার দরগাহসহ অন্যান্য মসজিদ ও দরগাহ তার (সুলতান ফখরউদ্দিন মুবারক শাহ) শাসনকালে চট্টগ্রামে নির্মিত হয়েছিলো। সামগ্রিক পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, আনুমানিক ১৩৪০ খৃ: বদর আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার দরগাহটি নির্মাণ করা হয়।
তথ্যসূত্র:
১. এ হিস্ট্রি অব সূফীজম ইন বাঙ্গাল- মুহম্মদ এনামুল হক্ব।
২. হেরিটেজ অব চিটাগাং। (সমাপ্ত)
-মুহম্মদ নাঈম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অস্থায়ী হাসপাতাল নির্মাণে মুসলমানদের অবদান
২৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়ার ঐতিহাসিক মসজিদ “মসজিদ নেগারা”
১৬ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যে মসজিদ থেকে গভীর রাতে ভেসে আসতো যিকিরের আওয়াজ
০৯ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা (৩৮)
০৮ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদ হযরত শাহ মখদুম রুপোশ রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ
০২ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বয়নশিল্প নিদর্শনে মুসলমানগণ (৬)
২৬ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বয়নশিল্প নিদর্শনে মুসলমানগণ (৫)
১৯ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বয়নশিল্প নিদর্শনে মুসলমানগণ (৪)
১২ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বয়নশিল্প নিদর্শনে মুসলমানগণ (৩)
০৫ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বয়নশিল্প নিদর্শনে মুসলমানগণ (২)
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্থাপত্যশৈলীর অনন্য স্থাপনা মানিকগঞ্জের ‘ওয়াসি মহল’
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বয়নশিল্প নিদর্শনে মুসলমানগণ (১)
২১ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












