স্থাপত্য-নিদর্শন
মুসলমানদের শিল্পকলার এক অনন্য নিদর্শন ইসলামী মৃৎপাত্র (৮)
, ২০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) স্থাপত্য নিদর্শন
ইরানে মোঙ্গল যুগের সিরামিক্স শিল্প:
১২৫৮ খৃ: ইরান ও মেসোপটেমিয়া জয় করে মোঙ্গল-ইলখানগণ এই ভূ-ভাগে রাজত্ব প্রতিষ্ঠা করেন। বাগদাদকে শীতকালীন নিবাস হিসেবে মনোনীত করে ইলখানি শাসকগণ তাবরিজ, মারাগা ও সুলতানিয়া প্রভৃতি নগরে তাদের প্রশাসনিক দপ্তর প্রতিষ্ঠা করেন। এসব দরবারি কেন্দ্রে মেসোপটেমিয়া ও ইরানের বিভিন্ন স্থানের শিল্পীগণ আসতে থাকেন এবং সব কিসমের শিল্পের বিকাশে প্রভূত অবদান রাখেন। মৃন্ময়শিল্প ছিলো সেগুলোর অন্যতম।
প্রাথমিক পর্যায়ে ইলখানি মৃৎশিল্পীগণ মৃৎপাত্র ও দেয়াল টাইলসের অলঙ্করণে পূর্বের রীতি অনুসরণ করেছেন এবং তাতে লক্ষণীয় তেমন পরিবর্তন সাধন করেননি। ত্রয়োদশ শতাব্দীর প্রথমার্ধে ইরানী সিরামিক্সে অনুসৃত কৌশল ও প্যাটার্ন মোঙ্গলদের কালপর্বে ত্রয়োদশ শতাব্দীর শেষার্ধে ও চতুর্দশ শতাব্দীব্যাপী চলমান ছিলো। মোঙ্গল যুগে সিরামিক্সের ক্ষেত্রে যে টেকনিক বা কৌশল প্রত্যক্ষ করা যায় তা হলো কালো ও নীলের সমন্বয়ে অনুজ্জ্বল পেইন্টিং, লাস্টারসহ অথবা রঞ্জক পদার্থ ও স্বর্ণসহ অত্যুজ্জ্বল পেইন্টিং ও রিলিফ বা উঁচু উঁচু করে প্রক্ষিপ্ত অলঙ্করণ। ত্রয়োদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ হতে তারিখ সম্বলিত টাইলসও ছিলো।
রাই ব্যতিত পুরাতন সিরামিক্স কেন্দ্রসমূহে যেসব চমৎকার মৃৎপাত্র ও টাইলস তৈরি হতো তা কোনক্রমে সেলজুক যুগের প্রস্তুত চীনামাটির পাত্রাদি হতে নিম্নমানের নয়। কাশান, সুলতানাবাদ অঞ্চল, সুলতানিয়া, নিশাপুর, সমরকন্দ, সাভা ও মাশহাদ মোঙ্গল যুগের সিরামিক্স কেন্দ্রের মধ্যে অন্যতম। মোঙ্গল অভিযানের সাথে মৃন্ময়পাত্রের স্টাইলে বেশ বিবর্তন ঘটেছে এবং তাতে করে সিরামিক্সসহ ইসলামি শিল্পকলার ব্যাপক ভিন্নতা দেখা গিয়েছে।
চতুর্দশ শতাব্দীর শুরু হতে মোঙ্গল সিরামিক্স স্টাইল পূর্ণতা প্রাপ্ত হয়েছে। মোঙ্গল মৃৎপাত্রের ওপর চৈনিক নান্দনিক শিল্পের প্রভাব অত্যন্ত স্পষ্ট। এটি কেবলমাত্র মটিফ ধারকরা যেমন পুষ্পসমৃদ্ধ উদ্ভিদ, প্রস্ফুটিত লোটাস বা পদ্মফুল, পুঞ্জিভূত মেঘমালার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা পরিকল্পনার প্রকৃতিকরণ পর্যন্ত পরিব্যাপ্ত। সুলতানাবাদ অঞ্চলে তৈরি রঞ্জিত অলঙ্করণসহ একগুচ্ছ মৃন্ময়পাত্রের উদাহরণ এই প্রসঙ্গে উপস্থাপন করা যায়। প্রাকৃতিক তরুরাজি ও ক্ষুদ্র লতা-গুল্মের মোজাইকসদৃশ প্যাটার্ন বাটি, থালা, কুজো আকারের পাত্রাদি এবং টাইলসের গোটা অবয়বের অলঙ্করণ প্রক্রিয়া সম্পন্ন করে অথবা এগুলোর সাথে সম্মিলিতভাবে উপস্থাপিত হয়ে থাকে কালো রূপালী নীল ও নীলকান্তমণি-এর রঙে।
এসব অলঙ্করণে পটভূমি হিসেবে ব্যবহৃত হয়েছে রূপালী-নীল অথবা কালো রঙে শামুকের ন্যায় পেঁচানো মটিফ। আবার কোনো কোনো ক্ষেত্রে রিলিফ-উঁচু উঁচু প্রক্ষিপ্ত-প্রক্রিয়ায় অলঙ্করণ সম্পন্ন করা হয়ে থাকে যেমন প্রত্যক্ষ করা যায় বিভিন্ন মৃৎপাত্রের অলঙ্করণে এবং তারকা-আকৃতির ও আয়তক্ষেত্রাকার টাইলসের অলঙ্করণ সজ্জায়। মোঙ্গল স্টাইলের মৃৎপাত্র চতুর্দশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ পর্যন্ত চলমান ছিলো যদিও পরবর্তীকালের মৃন্ময়পাত্রের অঙ্গ সজ্জায় কিছুটা ঘাটতি লক্ষ্য করা গেছে। প্রাকৃতিক তরুরাজি, লতাগুল্ম, প্রস্ফুটিত পদ্মফুল, পুঞ্জিভূত মেঘমালা প্রভৃতি বৈশিষ্ট্যাবলী মোঙ্গল মৃৎপাত্র ও টাইলসে উপস্থাপিত হতে দেখা যায়।
চিত্র: মঙ্গলযুগের সিরামিকের চায়ের ক্যাটলি।
চিত্র: মঙ্গল ষ্টাইলের সিরামিকের চায়ের কাপ।
(অসমাপ্ত)
-মুহম্মদ নাইম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অস্থায়ী হাসপাতাল নির্মাণে মুসলমানদের অবদান
২৩ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়ার ঐতিহাসিক মসজিদ “মসজিদ নেগারা”
১৬ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যে মসজিদ থেকে গভীর রাতে ভেসে আসতো যিকিরের আওয়াজ
০৯ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা (৩৮)
০৮ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদ হযরত শাহ মখদুম রুপোশ রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ
০২ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বয়নশিল্প নিদর্শনে মুসলমানগণ (৬)
২৬ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বয়নশিল্প নিদর্শনে মুসলমানগণ (৫)
১৯ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বয়নশিল্প নিদর্শনে মুসলমানগণ (৪)
১২ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বয়নশিল্প নিদর্শনে মুসলমানগণ (৩)
০৫ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বয়নশিল্প নিদর্শনে মুসলমানগণ (২)
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্থাপত্যশৈলীর অনন্য স্থাপনা মানিকগঞ্জের ‘ওয়াসি মহল’
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বয়নশিল্প নিদর্শনে মুসলমানগণ (১)
২১ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












