আজকের নগরসভ্যতার জনক মুসলমানগণই
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৬ মার্চ, ২০২৩ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ইতিহাস
আজকে বিশ্বের যে আধুনিক নগর সভ্যতা গড়ে উঠেছে তার পেছনে মূলত মুসলমানদেরই শতভাগ অবদান। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত দ্বীন ইসলাম সারা পৃথিবীজুড়ে বিস্তৃত করে দিয়ে সারা বিশ্ববাসীকে প্রকৃত সভ্যতার উপলব্ধি করিয়েছেন। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দয়া, দান, ইহসান মুবারকে মুসলমানগণ সভ্যতার চরম শিখরে আরোহন করেছিলেন। যার মধ্যে অন্যতম হলো নগর সভ্যতা। পৃথিবীজুড়ে মুসলমান শাসনের পরিধি যতই বাড়ছিলো নগর সভ্যতার ব্যাপ্তি ততই বৃদ্ধি পাচ্ছিলো।
উমাইয়া শাসনামলে স্থাপত্যশিল্পে উন্নতি হয়। আব্বাসীয় যুগ ছিল শিল্পে সমৃদ্ধির যুগ। আব্বাসীয় শাসক আল-মনসুর ঈসায়ী ৭৬২ সালে প্রতিষ্ঠা করে ঐতিহাসিক বাগদাদ নগর। আবহাওয়া, অর্থনৈতিক ও সামাজিক এবং সামরিক দিক দিয়ে অনুকূল পরিবেশের চিন্তা করে এ নগর নির্মাণ করা হয়েছিল। মসজিদ, আবাসিক এলাকা, বিদ্যালয়, হাট-বাজার, পর্যাপ্ত রাস্তাঘাটের সমন্বয়ে গঠিত এ নগর। নগরের স্থাপত্য নিদর্শন ব্যতিক্রমধর্মী ও অনন্য ছিলো সে সময়।
স্পেনের মুসলিম সালতানাতের শাসক তৃতীয় আব্দুর রহমানের হাত দিয়ে কর্ডোবা শহরের নির্মাণ পূর্ণতা লাভ করে। তার সময়কার কর্ডোবা শহরের পরিধি ছিল সাড়ে সাত মাইল এবং প্রশস্ত দুই মাইল। মোট পাঁচ অংশে বিভক্ত, মধ্যস্থলে ছিল প্রাচীর বেষ্টিত দুটি প্রাসাদ, ২১টি শহরতলি। তথ্য মতে, কর্ডোবা শহর, শহরতলি এবং মদিনাতুল জাহারার সম্মিলিত দৈর্ঘ্য ছিল ১০ মাইল। গৌরবোজ্জ্বল দিনে এখানে পাঁচ লাখ লোকের বসবাস ছিল এবং বিভিন্ন ধরনের গৃহের সংখ্যা ছিল এক লাখ ১৩ হাজার। এ ছাড়া তিন হাজার মসজিদ, ৩০০ সাধারণ হাম্মামখানা, হাসপাতাল, বিদ্যালয় ও অন্যান্য ইমারতসহ প্রায় ৬০ হাজার ইমারত ছিল বলে উল্লেখ পাওয়া যায়। রাতে রাস্তার পাশের আলোকবাতিতে অধিবাসীরা ১০ মাইল পথ অতিক্রম করতে পারত।
গ্রানাডা বিজযের পর মুহাম্মদ ইবনে নাসর তার আবাসন ও প্রশাসনিক প্রয়োজনে ঐতিহাসিক আল-হামরা প্রাসাদ নির্মাণ করেন। যা গ্রানাডা শহরের দক্ষিণ-পূর্ব সীমান্তের আস-সাবিকা পাহাড়ের ওপর অবস্থিত।
আজকের বিশ্ব উন্নত হাম্মামখানা সমৃদ্ধ। যা অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি। তবে আগে এমন ছিল না। ইউরোপের অন্ধকার যুগে এসবের ব্যবস্থাই ছিলো না। দ্বীন ইসলামপূর্ব সভ্যতার মানুষ ঠিকমতো গোসল পর্যন্ত করত না। পানি ব্যবহার জানত না। পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা তাদের কানে তেমন পৌঁছেনি। বিপরীতে মুসলমানগণ ছিলেন পরিস্কার পরিচ্ছন্নতা তথা পবিত্রতার ধারক বাহক।
যুগে যুগে মুসলমানরা হাম্মানখানার আধুনিকায়ন করেছে। কর্ডোবায় মুসলমানরা ৯০০ গণগোসলখানা তৈরি করেন। ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বাগদাদ শরীফের হাম্মামখানাগুলো ছিল অত্যধিক ঐশ্বর্যম-িত। দর্শকদের কাছে প্রতীয়মান হয়, এটি কালো মার্বেল পাথরে তৈরি। প্রতিটি শোবার ঘরে একটি মার্বেলের বেসিন ছিল। যার সঙ্গে দুটি পাইপ সংযুক্ত ছিল। একটি দিয়ে গরম পানি, অন্যটি দিয়ে ঠা-া পানি প্রবাহিত হতো। তিনি আরো বলেন, ‘বাগদাদের মতো এত ভালো হাম্মামখানা আমি কখনো দেখিনি।
সম্মানিত সুন্নত মুবারক অনুসরণের মাধ্যমে মুসলমানগণ সবসময়ই মেহমানদারী অত্যন্ত পছন্দ করেন। এরই ধারাবাহিকতায় উমাইয়া ও আব্বাসীয় শাসনামলে তাঁবু স্থাপনা ও সরাইখানা অধিক পরিমাণে নির্মাণ হয়েছিল। বাগদাদের রাস্তার মোড়ে মোড়ে ছিল মুসাফিরখানা। সেখানে শৌচাগার, হাম্মামখানা, খাবারের যথেষ্ট ব্যবস্থা ছিল। মুসাফিরখানাগুলো সালতানাতের অধীনে পরিচালিত হতো। তখনকার সময়ের ভ্রমণকারীদের বর্ণনায় এগুলোর কথা পাওয়া যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কেমন ছিলো মোঘল সালতানাতের গোলন্দাজ এবং অশ্বারোহী বাহিনী
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পান্থনিবাস ও সরাইখানা নির্মাণে মুসলমানদের অনবদ্য অবদান
২৬ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা (৩৯)
১৫ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসলমানদের শিক্ষা-দীক্ষার বিরোধিতায় বিধর্মী-অমুসলিমরা
১৪ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলার হিন্দু ধনিক-বণিক, বেনিয়া শ্রেণী, ব্যাংকার প্রভৃতির সাথে এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম
১৪ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইউরোপকে যেভাবে সমৃদ্ধ করেছেন আফ্রিকান মুসলমানরা
১২ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুজরাটের সুলতান মুজাফফর শাহের পরহেজগারিতা এবং ভ্রাতৃত্ববোধ
০২ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা (৩৭)
০১ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেমন ছিলেন ইসলামী ইতিহাসের প্রথম আইনশৃঙ্খলা বাহিনী
০১ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঐতিহাসিক মুসলিমবাগ ঈদগাহ-ই কি আজকের ঢাকেশ্বরী মন্দির?
২৯ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২টি চন্দ্রমাসের নাম এবং নামকরণের সার্থকতা (২)
২৯ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঐতিহাসিক খেমকারান যুদ্ধ: যেভাবে বাংলাদেশের জাতীয়তাবোধের উদ্ভব
২৫ অক্টোবর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












