ইতিহাস
সিলেট বিজয়ী সাইয়্যিদ হযরত নাসির উদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি আলাইহি
, ২১ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৮ জুন, ২০২৫ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস

সাইয়্যিদ মুহম্মদ নাসির উদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি আলাইহি। এই মুবারক নামের সাথে জড়িয়ে আছে বাংলার মুসলমানদের ইতিহাস-ঐতিহ্য। সিলেটের হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি উনার অন্যতম সঙ্গী ছিলেন তিনি। হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি উনারই ফয়েজ মুবারকে সিলেটের অত্যাচারী শাসক গৌর গোবিন্দকে পরাজিত করেছিলেন তিনি।
নসব মুবারক উনার দিক দিয়ে সাইয়্যিদ নাসির উদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি আলাইহি তিনি আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন। তিনি খ্রিস্টাব্দ ১২৫০ সালে পবিত্র মদীনা শরীফে/অন্য সূত্রমতে পবিত্র বাগদাদ শরীফে বিলাদত শরীফ গ্রহণ করেন। পরবর্তীতে তিনি উনার পরিবারের সাথে বাগদাদ ছেড়ে হিন্দুস্থানে চলে আসেন পবিত্র দ্বীন ইসলাম উনার প্রচার ও প্রসারের উদ্দেশ্যে। তিনি যে সময় ভারতে আসেন তখন দিল্লীর সুলতান হিসেবে ছিলেন বীর মুজাহিদ আলাউদ্দিন খিলজী। তিনি খিলজী বাহিনীর সৈনিক বিভাগে যোগদান করেন।
পরবর্তীতে ১৩০৩ সালে শাহী খিলজী সেনার একটি দলের নেতৃত্ব দিয়ে সিলেটের শাসক গৌরগোবিন্দকে পরাজিত করতে দিল্লী থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন।
ইতিহাসমতে, তৎকালীন বিখ্যাত বুযূর্গ হযরত বুরহানুদ্দীন রহমতুল্লাহি আলাইহি উনার একজন পুত্রসন্তান জন্মগ্রহণ করলে তিনি ছেলের নাম রাখার অনুষ্ঠানে গরু কুরবানী করেন। এ খবর পেয়ে উনার ছেলেকে অত্যাচারী শাসক গোবিন্দ ধরে নিয়ে যায় এবং নির্মমভাবে শহীদ করে। এ হৃদয়বিদারক ঘটনার পর হযরত বুরহানুদ্দীন রহমতুল্লাহি আলাইহি তৎকালীন বাংলার (রাজধানী সোনারগাঁও) সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের কাছে এর বিচার চান। তখন ন্যায়বিচারক শামসুদ্দিন ফিরোজ শাহ উনার আপন ভাগনে সিকান্দার গাজীকে সৈন্যসহ গৌড় রাজ্যে প্রেরণ করেন। এ সময় ব্রক্ষপুত্র নদী পার হতে গিয়ে প্রতিকূল পরিবেশের কারণে সেনাসহ ফিরে আসেন।
এই সংবাদ পেয়ে দিল্লীর সুলতান আলাউদ্দিন খিলজী সেনাবাহিনীর সাথে রুহানী শক্তিসম্পন্ন কাউকে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু তিনি কাউকে খুঁজে পাচ্ছিলেন না। একদিন দেখা গেলো, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। ঘরবাড়ি উড়ে যাচ্ছে। কিন্তু সাইয়্যিদ নাসির উদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি আলাইহি তিনি একাগ্রচিত্তে ঝড়ের মধ্যেই পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করছেন। এ খবর পেয়ে আলাউদ্দিন খিলজী বিষয়টি বুঝতে পারেন যে, তিনি সাধারণ কোনো ব্যক্তিত্ব নন। এরপর তিনি তলব করে উনাকে সিলেট অভিযানের সনদ প্রদান করেন এবং বাহিনীর প্রধান সিপাহসালার নিযুক্ত করেন। এরপর থেকেই উনার নাম মুবারকের সাথে সিপাহসালার শব্দটি মশহুর হয়।
পূর্বে প্রেরিত সিকান্দার গাজীর সৈন্যদল এবং আরব থেকে আগত হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম বিশেষ করে হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি উনার সাথে সাক্ষাৎ হয় সাইয়্যিদ নাসির উদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি আলাইহি উনার। পরে সবাই উনার বাহিনীতে শরীক হন এবং সিলেট অভিমুখে রওয়ানা দেন। সিলেটের পথে যেতে যেতে অনেক অশ্বারোহী সৈন্য ও পদাতিক বাহিনী উনার ফৌজের সাথে যুক্ত হয়। সিলেটে পৌঁছে হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত নাসির উদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি আলাইহি উনাকে পবিত্র আযান দেয়ার জন্য নির্দেশ মুবারক দেন। কোনো কোনো বর্ণনায় মুসলিম বাহিনীর কোনো সৈন্য সেই আযান দিয়েছিলেন। তবে মশহুর বর্ণনামতে, উক্ত আযান হযরত নাসির উদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি আলাইহি তিনিই দিয়েছিলেন। যাতে করে গৌড় গোবিন্দের প্রাসাদ ধ্বসে পড়ে। এরপর গৌর গোবিন্দের সকল কুফরী শক্তি হযরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি উনার মুবারক ফয়েজে ধ্বংস হয়ে যায়। গৌর গোবিন্দ বুঝতে পারে এবার তার আর নিস্তার নেই। এরপর সে যুদ্ধ ঘোষণা করে। সম্মুখ যুদ্ধের ঘোষণা দেন হযরত নাসির উদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি আলাইহি তিনিও। জিহাদের পর শোচনীয়ভাবে পরাজিত হয় গৌরগোবিন্দ। দিল্লীর শাহী সেনার হাতে বিজিত হয় সিলেট। যার অন্যতম অবদান আওলাদে রসূল হযরত নাসির উদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি আলাইহি উনারই।
তিনি খ্রিস্টাব্দ ১৩৪৬ সালে বিছাল শরীফ গ্রহণ করেন। বর্তমানে উনার মাজার শরীফ সিলেটের হবিগঞ্জের মুড়ারবন্দ এলাকায় অবস্থিত।
-মুহম্মদ শাহ জালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র মদীনা শরীফে ব্রিটিশদের লুটতরাজের ষড়যন্ত্র যিনি রুখে দিয়েছিলেন
১৪ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা (২৫)
১২ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুগন্ধি সাবান উদ্ভাবনে মুসলমানদের অবদান
১১ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা (২৪)
০৫ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত বাদশাহ নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি উনার সম্পর্কিত কিছু ঐতিহাসিক তথ্য
২৮ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইতিহাস থেকে প্রমাণিত: মানুষের গোশত খাওয়ার মত ঘৃণ্য কাজও ইহুদী-খ্রিস্টানদের জাতিগত বৈশিষ্ট্য
২২ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা (২৩)
১৪ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুরবানীবিরোধী ও মুসলিম বিদ্বেষী জালিম শাসক গৌরগোবিন্দের করুণ পরিণতি
০৫ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উসমানীয় সালতানাতে যেভাবে পবিত্র কুরবানী উনার ঈদ বিশেষভাবে উদযাপন করা হতো
০৪ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী বিশ্বকোষের আলোকে বালাকোট শহরের স্থাপত্য ও বালাকোট যুদ্ধের ইতিহাস (৪)
০৩ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলার মুসলিম কৃষকদের উপর হিন্দু জমি দখলদারদের জুলুমের ইতিহাস (পর্ব ১৪)
০২ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী বিশ্বকোষের আলোকে বালাকোট শহরের স্থাপত্য ও বালাকোট যুদ্ধের ইতিহাস (৩)
০১ জুন, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)